পথঘাট ভেসে গেলো ভাসা বাড়িঘর,
প্লাবনের জল এসে জেগে নেই চর।
মাঠঘাট জমিজমা জলে থৈ থৈ,
স্রোতে ঠাঁসা জল দেখে বিচলিত হই।
জমির ফসল শেষ সব জলে ডোবা,
কৃষকের আহাজারি লুণ্ঠিত শোভা।
সময়টা অসময় প্লাবনের হানা,
কিভাবে যে দিন যাবে কারো নেই জানা।
মনের স্বপ্ন সব হলো চুরমার,
ছাড়বে না কৃষকের দায় দেনা আর।
ক্লান্তির ছাপ নিয়ে দিনরাত ভাবে,
সুখী নয় অনাহারে কত দিন যাবে?
পরিত্রাণ পাবে ভেবে কেটে যায় দিন,
দায় দেনা পরিশোধ হবে একদিন।
ত্রাণের আশায় থেকে যতটুকু পায়,
ঘরে নিয়ে কোন মতে দিন চলে যায়।
সারাদিন ফোঁসে উঠা জল নিয়ে ভাবে,
ভাবনাটা ঘোরে ফেলে কবে জল যাবে?
মন জুড়ে নব আশা ঘুরপাক খায়,
আবারো যে জীবনটা শুরু করা যায়।
পরিমিত জল ছাড়া জীবন অচল,
অতিরিক্ত জল এসে ভাঙে মনোবল।
বিপন্ন পরিবেশ তার নাই হুশ,
বিপর্যয় ডেকে আনা জলের কী দোষ?