মানুষের মন যেনো বড়ো এক নদী,
ভাবনায় রঙ মেখে চলে নিরবধি।
কেউ তুলে প্রয়োজনে অকারণে কেউ,
নদী জুড়ে জল নেই তবু আছে ঢেউ।

আশার ভেলায় চড়ে বাসনারা ঘুরে,
কখনো বা জলে নামে কখনো বা উড়ে।
কেউ পথ খুঁজে পায় কেউবা হারায়,
নেশার ঘোমটা খুলে তবু দাঁড় বায়।

মন জুড়ে ঢেউগুলো কূল ঘেঁষে যায়,
আশা নেশা এক হয়ে ঘুরপাক খায়।
যতো ঢেউ মনে উঠে দিগন্তে ছুটে,
কেউ মনে চেপে রাখে কেউ রাখে ঠোঁটে।

জল ছাড়া ঢেউ থেকে মনে উঠে বান,
কেউ ঘুরে তপোবনে কারো বাড়ে মান।
কারো যদি হয়ে উঠে প্রেমময় দিন,
জীবন বাঁচাতে শুধু কেউ করে ঋণ।

আশার জলে ভাসায় জীবনের গান,
কেউ পায় গতিবেগ কেউ খানখান।
যতো থাক বাড়ি গাড়ি আরো তার চাই,
রোষে পড়ে কারো দেখি ভিটেমাটি নাই।

এই যে মনের নদী তীর কতো দূর,
মৃত্যুর কোলে ঢলে হয় ভাঙচুর।
বেঁচে থাকে যতদিন সময়ের বাঁকে,
মন জুড়ে ততদিন সেই ঢেউ থাকে।