মন ভরা প্রশান্তি যদি তুমি চাও,
মেঘনার তীরে তুমি একবার যাও।
ঘুরপাক যতো খাবে সুধামন ঘিরে,
তত সুখ পাবে তুমি মেঘনার তীরে।
মন বলে মেঘনাকে এসে গেছি আজ,
প্রাণ ভরে দেখে নেবো বেনারসি সাজ।
তীরে এসে ভীড়ে শুনি যার আলাপনী,
অবিরাম কানে আসে কলকল ধ্বনি।
জল ঘেঁষে সাঁই-সাঁই বাতাসের সুর,
মন ছুটে জল পানে যায় বহু দূর।
রাত হয় তবু মন যেতে নাহি চায়,
গুনগুন সুর তোলে কতো গান গায়।
মেঘনার তীর ঘেঁষা ধূধূ বালুচর,
জল দেখে মন ভরে সন্ধ্যার পর।
সূর্যটা জলে ডুবে দেখা দেয় শশী,
ঐ দূরে জলে দেখি লাল বেনারসি।
চারিদিকে আকাশটা লালিমায় ভরে,
রবি ডোবা আলোছায়া জলে এসে পড়ে।
সাথে সাথে সেই জল হয়ে উঠে লাল,
জলের এ লালিমায় মনে তোলে পাল।
কখন সময় পাবে এ জীবনে আর,
মেঘনার কাছে এসে দেখো একবার।
ঘরে বসে করে যাও জীবনটা মাটি,
সুধাহীন মন শুধু নিষ্প্রাণ ঘাঁটি।
যখন সন্ধ্যা নামে মেঘনার তীরে,
ঘাটে এসে পাল তোলা কতো নাও ভীড়ে।
নায়ে চড়ে কেউ যদি ভেসে যেতে চায়,
ঐ দূর লালিমায় ছুঁয়ে দেখা যায়।