অনাগত ভাবনায় জীবনটা ছুটে,
কখনো আশার আলো ফুল হয়ে ফুটে।
নিপিড়নে ঘাম ঝরে যায় অসময়,
ভাবনায় থাকে মন দূর হবে ভয়।

স্বপ্ন প্রবল বেগে মন জুড়ে নাচে,
বাস্তব ফিকে হলেও আশাটুকু বাঁচে।
দিন আসে দিন যায় জেগে থাকে মন,
ভাবে বসে শুভদিন আসবে কখন।

জীবনকে সপ্নরা ঠেলে নিয়ে যায়,
পাওয়ার ছলনায় শেষ কিনারায়।
আশা থাকে শুভদিন তবু যদি আসে,
এ জীবন অন্ততঃ একবার হাসে।

চোখমুখ অন্ধকার মন জুড়ে আলো,
অধরা সব স্বপ্ন তবু থাক ভালো।
এমন আশায় ভাসে জীবনের ভেলা,
যার গায়ে ভর করে শেষ হয় বেলা।

কখনো বা মন বলে এই বুঝি শেষ,
স্বপ্নটা নিভে গিয়ে হলো নিঃশেষ।
তবু থাকে ক্ষীণ আশা হাতে শেষ আঁটি,
জীবন বদলে গিয়ে হবে পরিপাটি।

মানব জীবন চলে উঁচু নিচু পথে,
স্বপ্নের ভেলা হাতে চলে নিজ রথে।
বেদনায় পিষে মন ভাবনায় গতি,
এভাবেই ছুটে আসে শেষ পরিণতি।