যতো প্রেম তত জ্বালা বেলা-অবেলায়,
জীবনের কিছু পথ অভিমানে যায়।
গোপনীয় সব কথা তুলে পাই পাই,
গলা ঝেড়ে ফুটে উঠে চেনা রূপটাই।
রেগে গেলে ভালোটাও খারাপের ভাগে,
জেদ করে তাই বলে সেই অনুরাগে।
অভিমানে প্রতিদান সব ভুলে যায়,
ফুঁসে উঠা ক্ষোভ ঝেড়ে প্রতিশোধ চায়।
সুসময়ে তার যতো ছিলো নাম দাম,
অসময়ে খাঁদে পড়ে হয় শিরোনাম।
ছায়া দেখে দূর থেকে ফিরে যায় ঘুরে,
ক্ষোভ আর অভিমানে যায় আরো দূরে।
অজান্তে ভুল হলে আফসোস কম,
জেনেশুনে করা ভুল টেনে ধরে দম।
জানা ভুলে শোরগোল লাগে হইচই,
গুড় চিনি যতো দাও টক লাগে দই।
ভুল হলে যমে টানে অবলাও জানে,
সব স্মৃতি মুছে যায় ধুঁয়া উঠে কানে।
বিবেকটা টেনে ধরে ঘাঁটাঘাঁটি করে,
কতোবড় ভুল হলো বুঝে উঠে পরে।
ভুল যাতে কম হয় রাখো বোধোদয়,
মিলেমিশে এ জীবন হবে শোভাময়।
থাকবে না অভিমান জ্বালা একচুল,
সহজেই মিটে যাবে ছোটখাটো ভুল।