বহুরূপী মানুষের জগতের টান,
কেউ থাকে নাচে গানে কেউ পেরেশান।
দুনিয়া ও আখিরাতে মালিকানা যাঁর,
তাঁর কথা ভুলে মন চলে সংসার।

অথৈ সাগরের বুকে কূলহীন জল,
কূল ঘেঁষে গড়ে তুলে নীল সমতল।
জলতরঙ্গ আঁকা ছোট ছোট ঢেউ,
কারো মন নীল করে পাল তোলে সেও।

আকাশটা ফাঁকা করে সব নীল নামে,
মায়াবী নীলাভ রূপ জলে এসে থামে।
জল আর আকাশের সুর তাল মিলা,
ভাবনায় বুঝা ভার বিধাতার লীলা।

ছুটে আসে নানা ঋতু নানা ফুল ফুটে,
মন ভরে রঙ নিতে কারো মন ছুটে।
আখিরাত ভাবনায় কারো মন ঘরে,
ক্ষমা চেয়ে দুই হাত প্রসারিত করে।

দুনিয়ার কত রূপ হৃদয়ের মাঝে,
কেউ করে জ্বালা ভোগ দীনতার সাজে।
ধীরে ধীরে কাবু করে বয়সের ভার,
জীবনের গতিপথ হয় পারাপার।

ভুল পথে নিয়ামত যারা ভোগ করে,
আরো বেশি চায় তারা ইহকাল ধরে।
রঙঢঙ পাড়ি দিয়ে যায় যতোদূর,
পথ শেষে তবু থাকে দুনিয়ার ঘোর।

দুনিয়া ও আসমান মালিকের হাতে,
যার কাছে অবিচার নেই কারো সাথে।
দুনিয়ার ঘোর ছেড়ে নত করো শির,
ভাবনাটা মনে রাখো তুমি মুসাফির।