জীবনের গল্পটা অতি ছোটো নয়,
আশার আলোর সাথে একগাদা ভয়।
সারাটা জীবন চলে উঁচু নিচু পথে,
স্বপ্নের ভেলায় উঠে চলে নিজ রথে।
অসময়ে মন বলে এই বুঝি শেষ,
স্বপ্ন প্রদীপ নিভে হলো নিঃশেষ।
তবু মনে ক্ষীণ আশা করে ঘাঁটাঘাঁটি,
জীবন বদলে গিয়ে হবে পরিপাটি।
দুরুদুরু ভয় থেকে হয় গতিময়,
ভাবনায় থাকে মন দূর হবে ভয়।
অগণিত ভাবনায় এ জীবন ছুটে,
একবার যেনো আশা ফুল হয়ে ফুটে।
চনমনে ভাবনায় জাগরিত মন,
অপেক্ষা শুভদিন আসবে কখন?
স্বপ্নরা দলবেঁধে মন জুড়ে নাচে,
ভাবনা ফিকে হলেও আশাটুকু বাঁচে।
আঁধারের তলানিতে নিবুনিবু আলো,
কিনকিনে আশাগুলো তবু থাক ভালো।
অবিরাম মন জুড়ে রঙ নিয়ে খেলা,
এমন আশায় ভাসে জীবনের ভেলা।
আশার জলে ভাসায় জীবনের গান,
কেউ পায় গতিবেগ কেউ খানখান।
যতো থাক বাড়ি গাড়ি আরো তার চাই,
রোষে পড়ে কারো দেখি ভিটেমাটি নাই।
রঙ মাখা সপ্নরা ঠেলে নিয়ে যায়,
মনে থাকা আবেগের শেষ কিনারায়।
বেদনায় পিষে মন ভাবনায় গতি,
এভাবেই ছুটে আসে শেষ পরিণতি।