দিন যায় রাত হয় পরে আসে দিন,
গুনে গুনে পার হয় এক দুই তিন।
তারপর গোনা শুরু চার পাঁচ ছয়,
ছুটে আসে পরবর্তী সাত আট নয়।
চোখের পলকে শেষ দশ থেকে বিশ,
ইশ্! ইশ্! করে মন করে ফিসফিস।
চঞ্চল এ মন আর চনমনে আঁখি,
কিছুই তো হয় নাই সবকিছু বাকি।
একুশের পরে শুরু বাইশের গান,
সব কাজে যেনো থাকে মানসম্মান।
তেইশ থেকে যখন আটাশের ঘরে,
জীবন জীবনের জন্য দুরুদুরু করে।
উড়ু উড়ু ভাবে শুরু রঙ্গিলা সঙ,
চল্লিশের ঘরে এসে কমে রঙঢঙ।
এক বোঝা দায়িত্ব চেপে যায় ঘাড়ে,
সেইসাথে জীবনের হাহুতাশ বাড়ে।
যুদ্ধ যুদ্ধ করে এতোটা বছর,
আশার ভেলায় ভাসা তবু নড়বড়।
সাতান্ন শেষ হলো আটান্ন শুরু,
জীবনের হিসাবটা কবে হবে পুরো?
যতো আশা তত দায় বুঝে নাও মন,
বের করো লাভ-ক্ষতি গুনে দিনক্ষণ।
সুখ-দুঃখে জীবন সমানে সমান,
যবনিকাপাতে গাই জীবনের গান।