টাকাকড়ি কম হলে মন হয় ভারী,
হাহুতাশে ঋণ করে কিনে গাড়ি বাড়ি।
হয়তো-বা কিছু সুখ সাময়িক পায়,
আশা নিয়ে সেই সুখ চিরতরে চায়।
সম্পদ বেশি হলে করে পরকিয়া,
সেই ঋণ শোধ করে জান মান দিয়া।
বড় হতে লোভে পড়ে করে নয়ছয়,
দুনিয়ায় আসলে তো কেউ সুখী নয়।
ধন জন বেশি হলে আরো সুখ চায়,
ক্রমাগত ভাবনায় বেঁচে থাকা দায়।
ছায়াময় জীবনের আশা এক বুক,
কাছে গেলে বুঝা যায় কার কতো সুখ।
ভুল পথে হাঁটা দিয়ে জিদে করে কাজ,
গলা ছেড়ে বলে যায় কাল নয় আজ।
ধাক্কা লাগলে মন ফিরে পায় হুশ,
ঘিরে ফেলে চারিদিক শত জনরোষ।
অপরের ক্ষতি করে নেই অনুতাপ,
খাইখাই মন নিয়ে চায় নিজ লাভ।
সব কাজে ছুটাছুটি চলে বাহুবল,
পদতলে মানবতা পিষে করে জল।
জেনেশুনে ভুল করে তার ফল পায়,
বিপরীতে মন গেলে ফিরে আসা দায়।
পদে পদে ভুলগুলো মনে তোলে দোল,
অবশেষে জীবনের ফাঁকা উপকূল।
শুরুতেই ভুল হলে পরিণাম ভারী,
অবশেষে দেখা যায় নেই কমা-দাঁড়ি।
সৎ পথে হেঁটে যেতে ভাবনাই মূল,
সেইসাথে চোখে ভাসে জীবনের ভুল।