গুণী জেনে যতটুকু গায় গুণগান,
অসততা খুঁজে পেলে ঝাড়ে অভিমান।
জানা ভুলে শোরগোল লাগে হইচই,
গুড় চিনি যতো দাও টক লাগে দই।

জনমনে বীরোচিত যতো তার দাম,
জনতার রোষে পড়ে হয় শিরোনাম।
সব সাথী ছেড়ে যায় অনুতাপে পুড়ে,
ছায়া দেখে ফিরে যায় তিন মাথা ঘুরে।

গোপনীয় সব কথা উঠে পাই পাই,
জনমনে ফুটে তার মিছে রূপটাই।
অসময়ে ভালোটাও খারাপের ভাগে,
জিদ করে লোকে বলে সেই অনুরাগে।

চারিদিকে ছুটে আসে মরণের বিষ,
আনন্দে জল ঢেলে করে ফিসফিস।
বিচারের ভাগ যায় জনতার হাতে,
অনুরাগী সব তার বিপক্ষে মাতে।

অভিমানে প্রতিদান সবে ভুলে যায়,
সুযোগটা হাতে পেয়ে প্রতিশোধ চায়।
তার কাজে সায় নয় প্রতিরোধ গড়ে,
অতীতের ভালোবাসা অভিমানে ঝরে।

যদি তার দোষগুলো বিমোচিত হয়,
মানী লোক ধীরে ধীরে কেটে উঠে ভয়।
সম্মান ফিরে পেতে করে দরবার,
হয়তো বা খানিকটা হয় উদ্ধার।