ঝলমলে প্রাঙ্গণে আলোকিত আঁখি,
শুভ জন্মদিনে আজ শুভেচ্ছা রাখি।
বিটিভির আজ হলো বয়সটা ষাট,
নাচে গানে ঢোল বাজে বেঁধে আটঘাট।

নবীন প্রবীণ এসে মিলন মেলায়,
খুশীর জোয়ার উঠে বেলা বয়ে যায়।
কুশলীরা ছুটে এসে মন খুলে হাসে,
হীরক জয়ন্তীতে ভাসে উল্লাসে।

শিল্পীরা পর্দায় করে আগমন,
জনমনে সেইসাথে দেয় বিনোদন।
সত্যের ইতিহাস সংবাদে আসে,
প্রচারের সাথে সাথে সেই ছবি ভাসে।

বাঁশরীটা সুর তুলে বাজে ঢাকঢোল,
নাচে গানে পর্দায় ফুটে উঠে ফুল।
প্রাঙ্গণ জুড়ে আজ ঢেউ খেলে যায়,
প্রাণের বিটিভি আজ শুভেচ্ছা পায়।

বছরের এই দিন মিলনের ক্ষণ,
মঞ্চটা ঘিরে হলো মূল আয়োজন।
পঁচিশে ডিসেম্বর ঘুরে ঘুরে আসে,
বিটিভির প্রাঙ্গণ আনন্দে ভাসে।

হীরক জয়ন্তীর দিনটাকে ঘিরে,
চৌষট্টিতে শুরু করে চব্বিশে ভিড়ে।
এর মাঝে কতো গেলো ঝলমলে দিন,
স্মৃতিটান ঘিরে আজ মনে বাজে বীণ।