বাংলার কোল জুড়ে হিম হিম ভোর,
রোদ উঠে ঘুরে যায় কুয়াশার মোড়।
শীতের প্রকোপ কম মুখে মৃদু হাসি,
ছায়ারূপে পড়া রোদ যেন অবিনাশী।
দিবাকর উঠে আজ মোলায়েম আলো,
শোভাময় ভোর আর পরিবেশ ভালো।
প্রীতিময় রোদ ঘেঁষা কাঁপুনি বিহীন,
মৃদু শীতে আজ যেনো আরামের দিন।
আকাশের নীল রঙ মৃদু লাল রবি,
নীল দিগন্তে আজ ভাসে জলছবি।
শিশিরের মৃদু ছায়া দেখি যতোদূর,
মন জুড়ে পাখা মেলে হেমন্ত ভোর।
কোনো এতো সুধাময় ভাবনাতে আজ,
ভুল নয় আসলে তা হেমন্ত সাজ।
মুক্ত আকাশ দেখি উড়ে যায় পাখি,
প্রকৃতির এই সাজে ঘোর লাগা আঁখি।
আঙিনায় মিঠারোদ সুশীতল ঘর,
শিশিরের ছোঁয়াটাই মূল কারিগর।
স্বপ্নসারথি ক্ষণ এই বুঝি এলো,
মন ছোঁয়া প্রশান্তি সুধামন পেলো।
ঝিরিঝিরি বাতাসের ধীর গতিবেগ,
মন জুড়ে রঙ মাখা সোনালী আবেগ।
শেষ ভাগে হেমন্ত সে যে মনচোর,
এই দিনে ভালো লাগে হিম হিম ভোর।