যতোদূর চোখ যায় থৈ থৈ জল,
স্বভাবটা ধরে রেখে করে ছলছল।
পাহাড়ের গায়ে চড়ে মনে উঠে দোল,
পাদদেশে সাগরের জল ঘেঁষা কূল।
আকাশের সব নীল সাগরের জলে,
মন জুড়ে দোল উঠে সন্ধাটা হলে।
নীল রঙ মনে ঢুকে ঘুরপাক খায়,
ঢেউ দেখে সুধামন কতো গান গায়।
যতদূর চোখ যায় পুরোটাই নীল,
মন জুড়ে নীল রঙ করে কিলবিল।
সাগরের কূল ঘেঁষা পাহাড়ের গায়,
ঘোর লাগা দুই চোখ বারবার যায়।
বাতাসের তাড়া খেয়ে ঢেউগুলো উঠে,
দুধ সাদা ফেনা তুলে উপকূলে ছুটে।
উঁচু হতে সাদা ঢেউ কি দারুণ লাগে,
দূর থেকে চোখ যায় সাদা-নীল ভাগে।
হিমছড়ি পাহাড়ের পাদদেশটায়,
জোয়ারের জল এসে ধুয়ে দিয়ে যায়।
জল ঘেঁষা কূল জুড়ে পাহাড়ের ছায়া,
পথচারী পায়ে হেঁটে নিয়ে যায় মায়া।
নীল জল অরণ্য পাশাপাশি পাবে,
দুঃখ ভুলিয়ে দেবে যতোবার যাবে।
চরের লাল কাঁকড়া করে গড়াগড়ি,
ঢল নামে জনতার দেখে হিমছড়ি।