কুয়াশার চাদরেই
সুশীতল জলকণা
ধীরে ধীরে এলো,
হিম হিম আর্দ্রতায়
শিশিরের ছোঁয়া দিয়ে
শীত নেমে গেলো।
প্রকৃতির কোল জুড়ে
ভোর হলে শুরু হয়
শিহরণ আঁকা,
যতদূর চোখ যায়
ঘন সাদা কুয়াশায়
পথঘাট ঢাকা।
ঘন কুয়াশার বাঁকে
দুপুর অবধি সূর্য
ম্রিয়মাণ থাকে,
উড়ে আসা হিম বায়ু
সারা গায়ে শীত মেখে
কাবু করে রাখে।
ফসলের মাঠঘাট
হিম হিম বায়ু আর
কুয়াশায় মাখা,
বেলা উঠে কোলাহলে
তবু যেন থেমে নেই
জীবনের চাকা।
নবান্নের বাতায়নে
দলবেঁধে শুরু করে
ধান তুলে মাপা,
নতুন ধানের সুখে
ঘরে ঘরে ভরে উঠে
চিড়া মুড়ি ভাপা।
মেঠোপথ ভিজে উঠে
শিশিরের জলকণা
ঝিরিঝিরি পড়ে,
পিঠাপুলি আয়োজনে
হিম হিম নবান্ন
উপভোগ করে।