উত্তরের জনপদ আজ নয় একা
রাজধানীবাসী পেলো কুয়াশার দেখা।
বেদনাবিধুর আর ধূসরিত সুর,
আকাশের নীল ভাব আজ কত দূর?

ছোট-বড় ইমারত আবরণে ঢাকা,
আজ যেন ঘুরছে না সূর্যের চাকা।
দুপুরেও পথঘাট ঘোলা দেখা যায়,
পথে চলা গাড়িগুলো হিমশিম খায়।

আকাশের আজ নেই ঝলমলে রূপ,
চারিদিকে হিম হিম কুয়াশার ছোপ।
ঘন সাদা কুয়াশায় দিবালোকে হানা,
ঝিরিঝিরি জল উড়ে সূর্যটা কানা।

হিমায়িত বাতাসটা বড়ো জ্বালাময়,
ঘর থেকে বের হলে কাঁপুনির ভয়।
শূন্যেই কথা বলে আলো আর জল,
আজ আর পথেঘাটে নেই কোলাহল।

শীতের ঝাঁকুনি মাখা বরফের ভাব,
বাতাসের চাপে বাড়ে আরো এক ধাপ।
পিছমোড়া সূর্যটা আড়ালেই আছে,
কর্তৃত্ব ধরাশায়ী কুয়াশার কাছে।

ঘন সাদা কুয়াশাটা বাতাসের আনা,
বিকিরণে জল ঢালা কুয়াশার জানা।
ধেয়ে আসা কুয়াশার উড়ে আসা জল,
ঝিরিঝিরি বাতাসেই গড়ে বহুতল।

সূর্যের ঝাঁজে আজ কুয়াশায় বাঁধা,
তার কাছে কুয়াশাটা সাদা নয় ধাঁধা।
লাল রবি কিরণকে যতো বলে চলো,
হিম হিম কুয়াশায় পরাজিত হলো।