হেমন্ত কড়া নেড়ে খুলে দিলো দ্বার,
গায়ে আনে শিহরণ মনে তোলপাড়।
ভোর দেখে দুই চোখ যায় যতোদূর,
উপভোগ করে মন শোভাময় ভোর।
সারা গায়ে খুঁজে পাই শিশিরের ছোঁয়া,
দূর থেকে মনে হয় ঝাউবনে ধোঁয়া।
স্বপ্নসারথি ক্ষণ এই বুঝি এলো,
ভোরের শিশির ছোঁয়া সুধামন পেলো।
কোনো লাগে মধুময় ভাবনাতে আজ,
ভুল নয় আসলে তা হেমন্ত সাজ।
হিমেল হাওয়া আর উড়ে যায় পাখি,
প্রকৃতির এই সাজে ঘোর লাগা আঁখি।
ঝিরিঝিরি বাতাসের ধীর গতিবেগ,
লালিমায় মেখে গেলো ছোট ছোট মেঘ।
মিনিট কয়েক পরে উঠে যাবে রবি,
শিশিরের কণা মনে আঁকে জলছবি।
হেমন্ত ভোর আজ কতো সুমধুর,
হিম হিম ভাব গায়ে মনে উঠে সুর।
শরতের কালো ছায়া এতোদিন ছিলো,
শোভাময় হেমন্ত আজ ধরা দিলো।
হিম ভাব বাতায়নে মনে বাঁধা ঘর,
শিশিরের ছোঁয়াটাই মূল কারিগর।
জলছায়া চোখে এঁকে নেয় যতোদূর,
মন জুড়ে পাখা মেলে হেমন্ত ভোর।