হেমন্তে বেজে গেলো বিদায়ের সুর,
বেলা গেলে শীত নেমে টেনে আনে ভোর।
শীত আর কুয়াশায় কড়া নাড়ে দ্বারে,
গায়ে পড়ে শ্বাস নেয় কান মাথা ঘাড়ে।

সুশীতল বায়ু এসে পাখা মেলে নাচে,
সন্ধ্যাটা দেখে বলে আছি আমি কাছে।
রাত হলে শীতলতা দুয়োধ্বনি দেয়,
হিম হিম ভাব এনে দখলটা নেয়।

ঝিরিঝিরি হিমবায়ু গায়ে আসে উড়ে,
ঘাড়ে এসে ঠুকা দেয় কান বেয়ে ঘুরে।
মাঝ রাতে কম্বলটা টেনে তুলে গায়,
শিশিরের লাগামটা খুলে দিয়ে যায়।

ঘন সাদা কুয়াশায় ঢাকে সারা নীড়,
কম্বলে হাওয়া ঢুকে করে শিরশির।
আদ্রতা ভোর রাতে শিহরণ আনে,
এই বুঝি শীত এলো বলে কানে কানে।

হেমন্তের ছায়াপথ কেটে যেতে শুরু,
শীতলতা আঁচ করে মনে দুরুদুরু।
ভোর হলে রবি এসে বলে ইশারায়,
গরমের ছোঁয়া দিতে বেড়ে গেলো দায়।

পুরো শীত নেমে আসে পৌষ মাঘ মাসে,
মৃদু স্বরে রবি বলে আছি আমি পাশে।
কম্বলেই শীত কাটে দিনে খুঁজে শাল,
এই দেশে শীত ঋতু থাকে ক্ষণকাল।