জমকালো আয়োজনে মরণের বিষ,
আনন্দে জল ঢেলে করে ফিসফিস।
গণনাও করে নাই তুলে দিয়ে পাল,
সাগরের জলে নেমে ভেবেছিল খাল।

হাতি পায় মৃদু বল ব্যাঙ বলে কত জল,
বুড়া হাতি খোঁড়া পায়ে হয় বিহ্বল।
জলে নেমে খোঁড়া হাতি হাটু ঘেরে বসে,
লাফ দিয়ে উঠে ব্যাঙ থাপ্পরটা কষে।

সুসময়ে নাকেমুখে তেল দিয়ে যায়,
পড়ে গিয়ে অসময়ে করে হায়হায়!
চুবানিটা খেয়ে দেখে আয়নায় মুখ,
ছাড়া পেয়ে পরে ভাবে কই গেলো সুখ?

খাদে পড়ে ভাবে বীর এটা কোন হাল,
সাবধানী হুশ নাই ফাঁকা মালামাল।
মশা-মাছি দিয়ে যায় মরণ কামড়,
লালে লাল আবরণে ঝুলে পড়ে ধর।

সময়ের কাজ যদি অসময়ে যায়,
ঢিলেমির প্রতিদান হাতেনাতে পায়।
অকারণে হুশ গেলে যেমনটা হয়,
চোরের নাগালে পড়ে বলে মহোদয়।

খেলতে গেলা যখন কেন নাই হুশ?
কাঁপা ঠোঁটে ভাগে পাও যমতেতু কোষ।
তেতু কোষ যত চাও পেট ভরে খাও,
উপহাস কাঁধে নিয়ে বাড়ি ফিরে যাও।

হাতি যদি খাদে পড়ে ওজনটা ছাড়ে,
বাঁচার আকুতি নিয়ে লেজটুকু নাড়ে।
ওজন এতো ওজন তুলা নাহি যায়,
বাঁচেনা জীবন শুধু ফিরে ফিরে চায়।