ফুটে উঠা শাপলায় ভরে তিলতিল,
জেগে উঠে সিলেটের হাকালুকি বিল।
গলা ছেড়ে পানকৌড়ি যতো ডাক তুলে,
ছুটাছুটি শুরু করে কাকডাকা ভোরে।

সুশীতল জল ঘেঁষে যার বসবাস,
দূর থেকে মনে হয় ছোট পাতিহাঁস
দলে দলে পানকৌড়ি সদা ভাসমান,
ডাক দেয়া শুরু হলে কেঁপে উঠে কান।

শাপলার চড়া পাতা জল জুড়ে ভাসে,
মাঝখানে খাড়া হয়ে ফুলগুলো হাসে।
বিল জুড়ে লাল ফুল চিকচিক করে,
ভাসনান পাতাগুলো চারিদিক ভরে।

ছোট পাতা বড়ো হয়ে সারা বিল ঢাকে,
জলে ভাসা ছানি দিয়ে সুশীতল রাখে।
ভাসমান ছোট মাছ টুপ করে গিলে,
পানকৌড়ি দোল খায় শাপলার বিলে।

রবির কিরণ এসে যতো বেশি ঘিরে,
ফুলগুলো ম্রিয়মান হয় ধীরে ধীরে।
শাপলার কলিগুলো ডুবোজলে দোলে,
পরদিন ভোর হলে তার মুখ খুলে।

টকটকে শোভাময় লাল রবি উঠে,
নিত্য নতুন ফুল প্রতিদিন ফুটে।
সারি সারি লাল ফুল জলে শোভা পায়,
ভোরে উঠে যারা আসে মন ভরে যায়।