চেয়ে আছে অপেক্ষায় প্রিয় মধুমাস,
মন জুড়ে জমা আছে সেই অভিলাষ।
গাছ পাকা আম লিচু কাঁঠালের ক্ষণ,
মধুময় স্বাদ মনে তোলে আলোড়ন।

বাংলার মধুমাস খুব দূরে নয়,
জিভে আসা নোনাজল কানেকানে কয়।
মন জুড়ে নাড়া দেয় যত সুখ স্মৃতি,
মধুমাসে পাকা ফল বাংলার রীতি।

আম্র মুকুল দেখে মুখে ফুটে বাণী,
কড়ি দেখে জিভে জল করে কানাকানি।
লোভনীয় রঙ ধরে পেকে যাবে ফল,
বাগানেই নেমে যাবে জনতার ঢল।

বৈশাখ কাছাকাছি করে ফিসফাস,
তারপর পাকা ফল দেবে মধুমাস।
মন জুড়ে শুরু হলো গুনগুন সুর,
পাকা ফলে খুঁজে পাবো মধুময় ভোর।

চৈতালি টানে আজ নেই কোলাহল,
পেলাম না মন ভরে বৃষ্টি ও জল।
এবারের বসন্ত বেঁচে আছে নামে,
চিরচেনা রূপ তার নেই ধরাধামে।

বাতাসের গতিবেগ একেবারে নাই,
অতীতের স্মৃতিগুলো মনে নেয় ঠাঁই।
ইতি টানা বসন্ত সুনসান ভোর,
এই বুঝি বেজে গেলো বিদায়ের সুর।

মেঘমালা ছুটে যায় ছিটেফোঁটা পড়ে,
মৃদু জলে রোদ দেখি আরো বেশি চড়ে।
চৈতালি চড়া রোদ কবে হবে দূর,
মন জুড়ে পাক তোলে গ্রীষ্মের ভোর।