টানটান রোদ নেই ভরা তরুছায়া,
বারেবারে জেগে উঠে শরতের মায়া।
তৃণলতা কথা কয় শোভাময় ভোর,
রবি এসে উঁকি দেয় ডাকে লালপুর।

নাটোরের পাদদেশে লালপুর এসে,
চেয়ে দেখি তৃণলতা কথা বলে হেসে।
মন জুড়ে ভাবনারা মূল ঢেউ তুলে,
বনলতা ডেকে যায় দরজাটা খুলে।

ডাকাডাকি করে পাখি কত গান গায়,
কাছে ঘেঁষা প্রকৃতি ছুঁয়ে দেখা যায়।
মা-মাটির এই দেশ যায় নাতো ভুলা,
চোখে ভাসে যতো সুখ লাখ টাকা তুলা।

মনের হরষে যতো সুধাময় গান,
লালপুর এসে দেখো মনে উঠে বান।
প্রতিদিন ভোর হলে গ্রীণ ভ্যালী ডাকে,
অপরূপ ছবিটাও মন জুড়ে আঁকে।

গ্রীণ ভ্যালী ঘুরে মন চলে সাঁই-সাঁই,
তৃণলতা ডেকে বলে কাছে এসো ভাই।
গায়ে পড়ে আলোছায়া মনে উঠে দোল,
শেভাময় বীথি জুড়ে চোখে ভাসে ফুল।

ভ্যালী ঘেঁষা নীল জলে ছুটে যায় মন,
সব নীল মনে এসে তোলে আলোড়ন।
প্রাণ ভরে সুখ নিয়ে মন ভরে হেসো,
নাটোরের লালপুর গ্রীণ ভ্যালী এসো।