ঘননীল আকাশের শোভাময় সাজ,
সহনীয় ভাব নিয়ে আদ্রতা আজ।
হেমন্ত দিয়ে যায় ম্রিয়মাণ রোদ,
গরমের জ্বালা নয় সুধাময় বোধ।

এমন মধুর দিনে যতো ভালো লাগে,
হেমন্ত বয়ে আনে বছরের ভাগে।
খুব কড়া রোদ নয় শীত আসে নাই,
শীতাতপে সমঝোতা যেনো ভাইভাই।

এই দিন গরিবের ঘরে আনে সুখ,
আরামদায়ক ভাব করে উপভোগ।
গরমের জ্বালা নেই শীতে নেই ভয়,
এই দু'টো অনুভব মাঝামাঝি হয়।

মাঠেঘাটে ফুটপাতে যারা অসহায়,
বছরের এই দিন তারাই তো চায়।
ঘরবাড়ি নাই যার চালচুলোহীন,
হেমন্ত ছুটে এসে শোধ করে ঋণ।

সুখ পেয়ে মন হাসে ভাবনাটা আসে,
গরিবের দিন যায় মাটি আর ঘাসে।
বছর ধরেই যদি এমনটা হতো,
তাদের তো দিন যেতো সকলের মতো।

মন জুড়ে পুষে রাখে আশা এক বুক,
দিনে আনে দিনে খায় এটাতেই সুখ।
খোলা আকাশের নিচে মুখ তোলে হাসে,
গরিবেরা হেমন্ত বেশি ভালোবাসে।

সুধামনে হেমন্ত মনে রঙ তোলে,
গরিবেরা রঙ নয় কষ্টটা ভুলে।
মন জুড়ে রঙ নয় তার কাছে যাও,
গরিবের হক দিয়ে মুখ তোলে চাও।