তেজহীন রবি আর নিস্তেজ ভোর,
মউ বনে আজ নেই গুণগুণ সুর।
বাড়িঘর ঝোঁপঝাড় কুয়াশায় ঢাকা,
শিশিরের জলকণা শিহরণ আঁকা।

পশু-পাখি লোকালয় সব যেনো চুপ,
কুয়াশায় আজ নেই ঝলমলে রূপ।
সারাদিন কড়া রোদে যার অবদান,
ঢাকা পড়ে সেই রবি হলো ম্রিয়মাণ।

বাতাসটা ভারী হয়ে জলকণা ভাসে,
শিশিরের দানাগুলো নিচে নেমে আসে।
শ্রমজীবী পীরবাবা যতো ফুলবাবু,
উত্তরের জনপদে শীতে আজ কাবু।

অকারণে হাঁটাহাঁটি একেবারে নাই,
কোনমতে দায় সেরে ঘরে নেয় ঠাঁই।
কাঁপুনির ঝাঁকুনিতে কান মাথা ঢাকা,
মানুষেরা ঘরমুখী পথঘাট ফাঁকা।

স্যুটেড বুটেট আর ফুলহাতা জামা,
একত্র করে ছাড়ে আয়া-খানসামা।
জনপদে নেমে এলো কনকনে শীত,
ঝলমলে দিন নয় হলো বিপরীত।

ঈশানের হিমবায়ু বাংলার কোলে,
ঠাণ্ডাটা বুকে লেগে কান মাথা ঝুলে।
কখন যে রবি উঠে তা তো বুঝা দায়,
সারাদিন ঢাকা আজ ঘন কুয়াশায়।