অবহেলা ছুড়ে ফেলো ছাড়ো অপচয়,
বিধাতার দিকে চেয়ে মনে রেখো ভয়।
সময়ের হিসাবটা পাই পাই নেবে,
চোখ বুজে ধ্যান করো কীভাবে তা দেবে?

বুঝেশুনে সময়ের করো ব্যবহার,
আখিরাতে যেনো তুমি হতে পারো পার।
এবাদত বেশি হয় সেই পথ ধরো,
মিনিট মিনিট ধরে ভালো কাজ করো।

সংসারে যত আয় হয় যেনো খাঁটি,
বিধাতার পথ ধরে থেকো পরিপাটি।
জানা নেই কখন যে ডাক এসে যায়,
মরে গেলে প্রথমেই হিসাবটা চায়।

চোখ বুজে কি যে হবে ভাবো একবার,
পথে ফেরা সুযোগটা পাবে নাতো আর।
এখনো সময় আছে সুপথে আসার,
আমলটা ভারী করা এটা যার যার।

হাজিরা দেয়ার জন্য আরাফায় যাও,
জামারায় ছুটে গিয়ে ঢিল ছুড়ে দাও।
তাওয়াফ শেষ করো কাবাঘর ঘিরে,
সেজদায় লুটে পড়ো সেই ঘরে ফিরে।

কাঁধে নাও দায়ভার সারা দুনিয়ার,
ভাবো দেখি সময়টা কবে হবে আর।
জীবন সাঙ্গ হবে শেষ নিঃশ্বাসে,
এখনই ছুটে চলো সেই বিশ্বাসে।

যদি পারো ছুটে যাও মদিনার পথে,
খাঁটি পথে ব্যয় করো গিয়ে নিজ রথে।
রওজার কাছে গিয়ে সালাম জানাও,
বিধাতার কাছে তুমি গোনাহ মাফ চাও।