বিষ মাখা মন নয় চলো ভাইভাই,
বিধাতার ছাড় পেতে আর পথ নাই।
এমন ভাবনা রেখে নত করো শির,
দুনিয়া ক্ষণকালের তুমি মুসাফির।

ভুল পথ পরিহারে যতো তার সাজ,
অবিচল সৎ থাকা মুমিনের কাজ।
হিসাব দিতেই হবে আজ নয় কাল,
ত্যাগের মহিমা নিয়ে ধরো তার হাল।

মহান এ রমজান বিদায়ের পথে,
সুরের লাগাম টানো সকলের মতে।
দিল খোলা মনোভাব রমজানে পাই,
প্রীতিবোধ গড়ে তোলে ধরে রাখা চাই।

খালিক মালিক যিনি তিনি তো মহান,
তার কাছে ক্ষমা চাও পাবে প্রতিদান।
ভালো কাজ করে দিন যারা করে পার,
তার ডাকে বিধাতার খোলা দরবার।

বিধাতার কাছে তুমি যতো ক্ষমা চাবে,
জীবন বদলে যাবে সব সুখ পাবে।
জনমনে সংযমে গড়ে উঠে প্রীতি,
সংযম করাই তো সিয়ামের রীতি।

বিধাতার দেয়া পথে অবদান রাখো,
নাজাতের পথে হেঁটে তাকে তুমি ডাকো।
পরকালে বিধাতার যদি চাও ছাড়,
পাপগুলো মুছে নিতে ডাকো বারবার।

রমজানে শুরু হলো নব কল্লোল,
ইবাদতে মুছে নাও জীবনের ভুল।
বেশি বেশি করে যাও অকাতরে দান,
চোখের পলকে দেখো গেলো রমজান।