বাড়িগুলো ছায়ানীড়
বাতাসের ঝিরঝির
আম জাম গাছে,
কাকাতুয়া ফল খেয়ে
মন ভরে গান গেয়ে
ডালে বসে নাচে।
পাকা আম পাকা জাম
নেই কোনো দরদাম
তাল লিচু কলা,
খেয়ে খেয়ে পেট ভরে
পাখিসব নড়েচড়ে
যতো দূর গলা।
চারিদিকে মাঠঘাটে
মন থেকে রঙ বাটে
সব পথ খোলা,
কাদামাটি গায়ে মেখে
মনে উঠা রঙ দেখে
কত খেলাধুলা।
সেচ দিয়ে খানাখন্দ
মাছ ধরে আনন্দ
আছে জলাধারে,
চারিদিকে হুলি উঠে
সাঁতারের ঢেউ ছুটে
পুকুরের পাড়ে।
গাছে গাছে ফুল ফুটে
সুর আসে তার ঠোঁটে
কত পাখি গায়,
চেয়ে দেখি আনমনে
দৃষ্টিটা তপোবনে
মন চলে যায়।
ভোরের শিশির রেখে
রঙধনু গায়ে মেখে
উঠে যায় রবি,
তৃণলতা এঁকে যায়
ঘাড়ে নিয়ে তার দায়
মন জুড়ে ছবি।
পাড়াগাঁয়ে প্রতিবেশি
দিনরাত মেশামেশি
মায়াময় টানে,
বেলা উঠে খেলা নিয়ে
সুর তুলে কাছে গিয়ে
সুমধুর গানে।
ছেলেমেয়ে দলবেঁধে
সারি সারি বাঁধসেধে
হাঁটে খালিপায়,
এমন মধুর স্মৃতি
শত মন শত প্রীতি
ভরা আছে গাঁয়।