আমার গাঁয়ের চাঁদে চকচকে আলো,
জোছনায় মন কাড়ে কত লাগে ভালো।
মেঠোপথে হেঁটে যাই চাঁদও সাথে যায়,
সেইসাথে  সুধামন কত গান গায়।

কাঁচা-পাকা ধানক্ষেত সুমধুর ঘ্রাণ,
জোছনায় মা-মাটির কত মায়াটান।
সুনসান নীরবতা কী মধুর লাগে,
যতো করি হাঁটাহাঁটি আরো সাধ জাগে।

মেঠোপথে সারিবাঁধা শিমুলের গাছ,
জোছনার ছায়া জুড়ে মহা কারুকাজ।
দৃষ্টির মোচড় উঠে আলোছায়া দেখে,
মন জুড়ে কত দেয় রেখাপাত এঁকে।

জন্ম ভূমির শানে যতো মায়াটান,
পুরোটাই গাঁয়ের পথে বিধাতার দান।
নিরিবিলি মেঠোপথে ছুটে যায় মন,
জোছনার আলো জুড়ে আছে শিহরণ।

শহরের ফুটপাতে নেই মায়াটান,
পেরেশানি দিন-রাত সমানে সমান।
বিজলির আলো আর বহুতল বাড়ি,
চাঁদ থাকে ম্রিয়মাণ জ্যামে পড়া গাড়ি।

শহরে এসেই বাড়ে ভুঁড়ি আর মেদ,
মানুষে মানুষে আছে শত ভেদাভেদ।
নাই কারো মায়াটান শুধু খাইখাই,
চাঁদ থাকে অগোচরে কোন দাম নাই।