গাছপালা ভরে উঠে শোভাময় সাজে,
কাঠ পাতা ফুল ফল কত লাগে কাজে।
মন দিয়ে পাতাগুলো চেয়ে দেখো আজ,
তাতে আছে বিধাতার মহা-কারুজাজ।
জল খেয়ে ফল দেয় তার নাই রোগ,
গাছ থেকে পাড়া ফল করি উপভোগ।
বিপরীতে গাছ কেটে আবাসন গড়ি,
ঘরে ঘরে আসবাবের হয় ছড়াছড়ি।
কাঠ-খড়ি যত লাগে তার কাছে পাই,
যে গাছের ফল নাই কাটি গাছটাই।
ফাগুনের ঝরাপাতা তাও লাগে কাজে,
আবারো গজিয়ে উঠে নতুনের সাজে।
একসাথে যতো স্বাদ পান আর চুন,
শত গাছে কতো আছে ঔষধি গুণ।
যে গাছের যত বেশি উপকার পাই,
বেঁচে থেকে তত বেশি তার গুণ গাই।
অক্সিজেন ছেড়ে দিয়ে কার্বনে খানা,
সুশীতল পরিবেশ শত গাছে আনা।
মন ভরে দম নিতে যার প্রয়োজন,
তার করা উপকার পায় জনগণ।
কাটাকাটি ছাঁটাছাঁটি সব ছেড়ে আজ,
আয়ু পেতে ধরে রাখো বাগানের সাজ।
ফুল ফল ছায়া দেয় করে উপকার,
তবুও নিধন করো ভাবো একবার।
লাগাবে নতুন চারা আজ করো পণ,
বেঁচে যাবে সব জীব সাথে জনগণ।
মুক্ত বাতাস পাবে গড়ে পরিবেশ,
গাছপালা ভরে তুলে পাবে সুখী দেশ।