ঝুম বৃষ্টি ধুমধাম আসে প্রতিদিন,
ঝমঝম আওয়াজে করে উদাসীন।
          এ যেনো শরৎ নয়
          ভরে উঠে জলাশয়
ফেলে আসা বর্ষার শোধ হয় ঋণ।

আশ্বিনের টানা ঢল শুরু হলো আজ,
বৃষ্টির সাথে সাথে ছুটে আসে বাজ।
          হিম হিম ভাব আর
          কানফাটা ডাক তার
সেইসাথে আকাশেও ঘনকালো সাজ।

ভেজা গাছে মগডালে নাচে বুলবুল,
ঢল নেমে শরতের ভেসে যায় কোল।
          বৃষ্টির তালে তালে
          শরতের দোলাচালে
শিহরণ গায়ে উঠে মনে লাগে দোল।

আজ নেই মধুকর বাগানটা খালি,
অবিরাম বৃষ্টিতে ঘরে বসে মালি।
          আকাশের ঘুরঘুর
          বৃষ্টির তোড়জোড়
সেইসাথে শরতের দেয় জোড়াতালি।

অসময়ে ঢল নেমে কোল ভেসে যায়,
জমে উঠা এতো জল গড়াগড়ি খায়।
          শরতটা যায় যায়
          জলে ভেসে নিরুপায়
হেমন্ত চেয়ে দেখে করে হায়হায়।

শরতের কোল জুড়ে আশ্বিনের ঢল,
ভেজা গায়ে কাশফুল নেই কোলাহল।
          শরতের নেই সাজ
          তার নেই কারুকাজ
ম্রিয়মাণ ফুলে আজ ফোঁটা ফোঁটা জল।

------------------------------------->
[রচনাকালঃ ৪ অক্টোবর/২০২৪  অপরাহ্ন ]