সাগরের নীল জলে ভাসা উপকূল,
জল ঘেঁষা ফুল দেখে মনে উঠে দোল।
একবার যারা দেখে বারবার আসে,
সুধামন ছুটে গিয়ে নীল জলে ভাসে।

মন ভরে ফুল দেখে সেইসাথে জল,
সন্ধ্যাটা ছুটে আসে বাড়ে কোলাহল।
যতো লোক আসেয়ায় গোলাপের কাছে,
মুছে নেয় জীবনের যতো ভুল আছে।

ফুলে কোনো ভুল নেই সকলের জানা,
কেউ যদি মিছে বলে চোখ থেকে কানা।
সারা গাছে ফুলগুলো সমভাবে ফুটে,
বাতাসের দোল খেয়ে নাড়া দিয়ে উঠে।

সাদা লাল পাপড়িতে হলুদের ছায়া,
নাড়া দিয়ে জেগে উঠে যার যতো মায়া।
হাতে ধরে ফুল নিতে মনে সাধ জাগে,
না ছিঁড়তে কাছে গিয়ে মায়াটান লাগে।

যতো ভুল রাখা আছে জীবনের বাঁকে,
নীল জলে ফুলগুলো তার ছবি আঁকে।
সুন্দরের পূজারিরা যতো আসে যায়,
ফুলগুলো তত বেশি ভালোভাসা পায়।

পাশাপাশি সাথে যদি নীল জল থাকে,
ফুল আর নীল জল বারেবারে ডাকে।
ভুল করে যদি তুমি নিঃশ্বাস ছাড়ো,
ফুল দেখে ভুলগুলো মুছে নিতে পারো।

দোল খেয়ে ফুলগুলো জল দেখে বাঁচে,
ছোট ছোট ঢেউ আর নীল জল নাচে।
চোখ মেলে দেখে যাও নীলে ভাসা কূল,
কাছে গিয়ে মুছে নাও জীবনের ভুল।