ঝলমলে রোদ পেলো সরিষার ফুল,
হলুদের মহারণে মনে উঠে দোল।
শোভাময় এই রূপ বিধাতার দান,
লেগে গেলো সুধামনে ফাগুনের টান।

পাখি সব পাখা মেলে আকাশের গায়,
ফাগুনের দোলাচালে গান গেয়ে যায়।
বসন্ত ছোঁয়া আনে মন জুড়ে বান,
আনমনে শুরু হলো ফাগুনের গান।

সরিষার ফুল ঘিরে গুনগুন সুর,
মৌবনে সুর শুনে শুরু হয় ভোর।
মন বলে শুভদিন এই বুঝি এলো,
বসন্ত টানে আজ মন এলোমেলো।

হৃদয়ের টান আর গায়ে আবরণ,
ভাবনায় হুলি খেলে হিম সাজে মন।
হিম হিম ভাব নিয়ে যতো অভিলাষ,
সামান্য হিম ভাবে যায় মাঘ মাস।

দক্ষিণা হাওয়া আজ বসন্ত দ্বারে,
ফাগুনটা মনে পড়ে আজ বারেবারে।
সরিষার ফুল আর পাপড়ির গায়,
মধু লোভে মধুকর রোজ আসে যায়।

কুয়াশার ভাজ নেই নীল আসমান,
আকাশের গায়ে আজ বসন্ত টান।
ফাগুনটা কাছাকাছি মন সেটা জানে,
আগুন লাগলো মনে ফাগুনের টানে।