মাঘ মাসে শীত নাই ফাগুনের টান
মাটি ঘেঁষা ফুল আর নীল আসমান,
ভালোবাসা মিছে নয় আশা নয় ভুল,
মন জুড়ে রঙ তুলে সরিষার ফুল।
প্রীতিটান সুধামনে করে ঘুরঘুর,
মোহময় মন প্রাণে জাগে কতো সুর।
ঝলমলে আলো আর দলবাঁধা পাখি,
আনমনে নেচে উঠে ঘোর লাগা আঁখি।
টান টান ভালোবাসা মন জুড়ে আসে,
ফুলের সুবাস আর মহিমায় ভাসে।
প্রেম প্রীতি জেগে উঠে দ্বার খুলে আশা,
সেইসাথে সু্ধামনে জাগে ভালোবাসা।
প্রজাপতি উড়ে বসে পাপড়ির গায়,
মন খুলে দোল খায় সেই ফুলটায়।
মধুকর ছুটে আসে ফাগুনের টানে,
সরিষার ক্ষেত ভরে সুর আর গানে।
মাটি ঘেঁষা ফুলগুলো যতো দোল খায়,
তারাবাতি জেগে উঠে হৃদয়ের নায়।
মধুমিতা বলে কথা করে গুনগুন,
কাছে গেলে মন বলে কান পেতে শোন।
ফাগুনের আগুনটা মনে লেগে যায়,
ভালোবাসা ফিরে এসে এক সুরে গায়।
মন জুড়ে জেগে উঠে গুনগুন সুর,
এটা যেনো মাঘ নয় ফাগুনের ভোর।