উত্তরের জনপদে কুয়াশার ঝাড়ি,
ঘন সাদা কুয়াশায় ঢাকা ঘরবাড়ি।
শহরের বাড়িঘরে দিনে নেই শীত,
রাতে কিছু নামে তবে গ্রামে বিপরীত।
ম্রিয়মাণ রবি আর কুয়াশার হানা,
ধেয়ে আসা কুয়াশায় পথঘাট কানা।
গতকাল দেখা গেলো ঝলমলে রোদ,
রাত শেষে আজ যেনো নিলো প্রতিশোধ।
হাড় কাঁপা শীত নেই হিম হিম বোধ,
ফুলহাতা জামা পড়ে হয় প্রতিরোধ।
ঘন সাদা কুয়াশায় মৃদু লাল রবি,
কুয়াশাটা উড়ে এসে আঁকে জলছবি।
রবির কিরণ আজ ধীরে ধীরে বাড়ে,
মিঠা রোদ শ্বাস নেয় পৌষের ঘাড়ে।
অঘ্রাণ যায় যায় পৌষ বুঝি এলো,
হাড়কাঁপা শীত এসে হবে এলোমেলো।
পাড়া গাঁ এখন আর অজপাড়া নাই,
কাজ শেষে চা-স্টলে ছুটে সাঁই-সাঁই।
সন্ধ্যায় লাল চা-টা স্টলে বসে খায়,
বেলা ডুবে রাত হলে বাড়ি ফিরে যায়।
এই দিনে ভালো লাগে গুড়-মুড়ি মুয়া,
মুখে মৃদু হাসি আর শিশিরের ছোঁয়া।
এমন মধুর ক্ষণ ঘুরে ঘুরে আসে,
বাংলার কোল জুড়ে পৌষ-মাঘ মাসে।
শীত থাকে পৌষ মাঘ এই দুই মাস,
পৌষ-এর ঘাড়ে নেয় মাঘে নিঃশ্বাস।
অঘ্রাণেই গড়ে দিলো কুয়াশায় ভিত,
উত্তরের জনপদে এসে গেলো শীত।