একমণ দুধে পড়ে এক ফোঁটা চোনা,
হাহুতাশি আফসোস করে তুলোধোনা।
সাবধানী দরজায় হাহাকার উঠে,
ঝলমলে মন হয় কালো ঘুটঘুটে।

তীরে এসে তরী ডুবে পড়ে নিরাশায়,
আশাহত এ সময়ে পরাণটা যায়।
বড় বোঝা ঘাড়ে নিতে এখানেই ভয়,
ভাবনাটা জাগে মনে কেউ কারো নয়।

ঘন-সাদা কুয়াশায় যতো থাক ঘোর,
তেজহীন রবি আনে নিস্তেজ ভোর।
বিশ্বাসে যতো থাকে টনটনে ভীত,
সাবধান না হলেই হিতে বিপরীত।

সারাটা জনম ধরে যতো সঞ্চয়,
একটা ভুলেই তাতে যথেষ্ট হয়।
প্রতিটি কাজেই থাকে বিপরীত টান,
উথরালে সাথী হয় শুধু গুনগান।

সামান্য বাকি রেখে হারিয়েছো হুশ,
অবশেষে ভাগে নাও যমতিতু কোষ।
অভিমানে তিতু কোষ পেট ভরে খাও,
উপহাস কাঁধে নিয়ে বাড়ি ফিরে যাও।

শেষ না হতেই শুরু আশুক্ষণ গোণা,
তাতেই যে যথেষ্ট এক ফোঁটা চোনা।
জীবনের গতিপথ ছিলো ভালো বেশ,
এক ফোঁটা চোনা পড়ে হলো নিঃশেষ।