পাড়াঘর ঘুরে দেখো ঘুরো সারা গাঁও,
হাসি খুশি একসাথে ভাগ করে নাও।
দেখে নাও মন মরা এমন কে আছে,
ইদের খাবার নিয়ে যাও তার কাছে।
খুশি ভরা মন নিয়ে যতদূর যাবে,
সাহায্যের বিনিময় একদিন পাবে।
অভাবের জ্বালাতনে যারা আছে ভাই,
আনন্দের ভাগ ছাড়া ভালো কাজ নাই।
প্রতিবেশী খোঁজ করে শোধ করো ঋণ,
তা নাহলে এই খুশি হবে মূল্যহীন।
আশেপাশে কত লোক সামর্থ্য নাই,
ঘুরে ঘুরে খোঁজ কবে বের করা চাই।
দুনিয়ায় ক্ষণকাল কানামাছি খেলা,
সম্পদের পাহাড়ায় শেষ হয় বেলা।
খুশি বলে কিছু নেই পুরোটাই দায়,
হকদার খুঁজে নিতে সম্পদও চায়।
আমার আমার বলে আছে মন যার,
মনে রেখো যত আছে সব বিধাতার।
দায় নিয়ে সম্পদের পাহাড়ায় আছো,
যার যার হক আছে ভাগ দিয়ে বাঁচো।
ঈদের খুশির গান একসাথে গাও,
পাল তুলে ছেড়ে দাও সমতার নাও।
অভাবীর যেনো থাকে খুশি খুশি মন,
খাবারটা ভাগ করে করো বন্টন।
অনটনে যারা আছে তার হাত ধরো,
নিজের খুশিকে তুমি বিতরণ করো।
সাহায্যের উপকার পাবে বহুবিধ,
খানাদানা ভাগ করো এটাই তো ঈদ।