সন্ধ্যাটা আসন্ন চারিদিক লাল,
এই বুঝি বেলা ডুবে হেসে একগাল।
লালিমায় সাদা মেঘ নড়ানড়ি নাই,
পাখিগুলো নীড়মুখো ছুটে সাঁই-সাঁই।
সুধাময় রূপ দেখে পাপড়িতে জল,
সাঁঝের মায়ায় পড়ে করে ছলছল।
বসন্ত বাতায়নে ভাবনায় ঘোর,
আনন্দে হুলি খেলে ভাব নয় সুর।
বাংলার কোল জুড়ে মৌসুমি বায়ু,
তাতে কিছু হ্রাস পেলো গরমের আয়ু।
আবহাওয়া আনলো ঝড়ের আভাস,
বাংলার কোল জুড়ে ফেলে নিঃশ্বাস।
আকাশের গায়ে আজ ঘুরঘুর নাই,
সাদা-কালো মেঘমালা লালিমায় ঠাঁই।
চারিদিকে দেখা যায় বেনারসী রূপ,
সেইসাথে লাল রবি মেঘমালা চুপ।
ভাবনাটা জেগে উঠে মনে জোর পাই,
রূপ রস নেয়া ছাড়া আর কিছু নাই।
সন্ধ্যা নামার আগে যতটুকু দেখি,
সেই নিয়ে সামান্য করি লেখালেখি।
আকাশের সারা গায়ে করে ডাকাডাকি
শনি রবি হতে পারে কালবৈশাখী।
পূর্বাভাস সত্য করে এমনটা হলে,
রবি চাষে ক্ষতি আর ভরে যাবে জলে।
দুর্যোগে জীবনের নিভে যায় আলো,
শীলা বৃষ্টির ছোঁয়া না পেলেই ভালো।
পূর্বাভাস নিয়ে আজ দেনদরবার,
তাতে যদি মিলে যায় দুয়ে দুয়ে চার।