কথায় কথায় তুমি প্রতিবাদ বুঝো,
অকারণে লেজ ঘেঁটে গন্ধটা খুঁজো।
শরম লাজের আর কানাকড়ি নাই,
বাঁদরামি করে মুখ পুড়ে হলো ছাই।
সমাজের ভালো কথা সব ভুলে আজ,
লাজহীন মুখটার বেশরম সাজ।
এমন ছিলে না তুমি ছিলো কতো নাম,
এখন তো শোনা যায় শুধু বদনাম।
অবাস্তব কথা কাজে প্রতিবাদ বুলি,
তুমি তো ভালোই জানো কোন চুলোচুলি?
এইভাবে কতদিন বিপরীতে যাবে,
কপালে জুটবে দাগ কিল-ঘুষি খাবে।
ভরা কলসি নড়ে না খালি হলে নড়ে,
কাজ ছাড়া অকারণ গরগর করে।
বিদিশা হয়ে যখন ফাঁকা বুলি ছুড়ে,
জনতার মার খায় চৌরাস্তার মোড়ে।
মন যার অন্ধকার কালো ঘুটঘুটে,
উত্তপ্ত মনে শুধু ময়লাই জুটে।
মনে মনে ভাবো তুমি দীনদার সাধু,
সকলেই ভালো জানে কোন বনে রাঁধু।
বাতাসের তাড়া খেয়ে আগাছারা দোলে,
ঘুটঘুটে কালো তুমি কে বলবে খুলে।
ঐ দূরে চেয়ে দেখো সুনসান গাঁও,
এখনো সময় আছে ভালো হয়ে যাও।