দুপুরের কড়া রোদ ধরা দিলো আজ,
আকাশটা নীলে ভরা ছিলো নাতো সাজ।
চৈতালী টানে আজ নাড়া দিলো মন,
রোদ দেখে বুঝা দায় ফাগুনের ক্ষণ।
কান মাথা ভারী হয়ে ঘাম ছুটে গায়,
চুলের গোড়ায় দেখি জলে ভরে যায়।
ফাগুনের মহারণে এই বুঝি হাল,
দুপুরের রোদে ছিলো চৈত্রের ঝাল।
আজ ছিলো খাড়া রোদ টানটান রবি,
রোদ লাগা অনুতাপে ফাগুনের ছবি।
দুপুরটা দিয়ে গেলো বৈশাখীর টান,
কানে আসে সেইসাথে কোকিলের গান।
রবির কিরণ আর ঝলমলে রূপ,
সাদা-কালো মেঘহীন আকাশটা চুপ।
আজ দেখি রোদে নেই বাতাসের হানা,
বাতাসের ছুটাছুটি যেন আজ মানা।
দুপুরটা ঢুকে যায় কড়া রোদ ভাজে,
মিঠা রোদ ছেড়েছুড়ে কড়কড়া সাজে।
মাথার উপর রবি নিচ দিকে চায়,
চড়া রোদ গায়ে মেখে জ্বালা দিয়ে যায়।
আকাশটা পরিষ্কার দিন শুরুতেই,
খোলামেলা রোদ পড়ে হিম ভাব নেই।
সাজহীন কড়া রোদ ভরা বিকিরণ,
এই ছিলো আজকের দুপুরের ক্ষণ।