জল পড়ে পাতা নড়ে মনে লাগে দোল,
ভাবনায় ঢেউ তুলে বাজে ঢাকঢোল।
পথেঘাটে ঘুরে দেখি কতো ফুল পাখি,
মন জুড়ে সুর আনে ঘোর লাগা আঁখি।

আকাশটা ফাঁকা হলে সব নীল নামে,
মায়াবী নীলাভ রূপ জলে এসে থামে।
সাগরের কূল ঘেঁষে চোখ চলে যায়,
নীল জলে ভরা মন কতো গান গায়।

অথৈ সাগরের বুকে কূলহীন জল,
আকাশের নিচে যেনো নীল সমতল।
জল তরঙ্গ আঁকা ছোট ছোট ঢেউ,
নীলাভ মনের কোণে পাল তোলে সেও।

সারি গান জারি গান জমে উঠে বেশ,
উপভোগ করে মন ধরে রাখে রেশ।
ছুটে আসে নানা ঋতু নানা ফুল ফুটে,
মন ভরে রঙ নিতে সুধামন ছুটে।

ঋতু টানে শীত আনে হিম ভাব গায়,
ভোরের শিশির দেখে মন ভরে যায়।
দুনিয়ার সব রূপ হৃদয়ের মাঝে,
একে একে ধারা দেয় শোভাময় সাজে।

ধীরে ধীরে কাবু করে বয়সের ভার,
এভাবেই গতিপথ হই পারাপার।
জীবনের বাঁকে বাঁকে সুর তাল মিলা,
ভাবনায় বুঝা ভার বিধাতার লীলা।

দুনিয়ার নিয়ামত ভোগ করে করে,
আরো বেশি চায় মন ইহকাল ধরে।
সব পথ পাড়ি দিয়ে যাই যতো দূর,
পথ শেষ তবু থাকে দুনিয়ার ঘোর।