মাঝ রাতে শুরু হয় কুয়াশার হানা,
ঘন সাদা কুয়াশায় ফেরিপথ কানা।
জলকণা উড়ে এসে মাস্তুল ঢাকে,
মাল নিয়ে ফেরি চলে চর জাগা বাঁকে।

পদ্মার মাঝখানে জেগে উঠা চর,
ভুল পথে গন্তব্য তার বরাবর।
কুয়াশায় ফেরি ছেড়ে পথে হয় ভুল,
ডুবু জলে চরে উঠে দূরে তার কূল।

সমস্যা যতো বাড়ে ঘন কুয়াশায়,
জল আর কুয়াশাটা এক হয়ে যায়।
দূরে থেকে বুঝা দায় কুয়াশা না জল,
ফেরি উঠে ডুবুচরে বাড়ে কোলাহল।

চারিদিকে জল আর কুয়াশার হাল,
রাত হলে বুঝা দায় কোন দিকে পাল।
বাতি জ্বলা আলোটাও ফিরে ফিরে আসে,
লাল আলো সাদা হয়ে কুয়াশায় ভাসে।

ফেরির উপর গাড়ি অতিরিক্ত লোক
ডুবু চরে তলা বেঁধে করে ধুকপুক।
ঘন সাদা কুয়াশায় বাঁধা পড়ে আলো,
কুয়াশার দুর্যোগে না চলাই ভালো।

দুর্যোগ চলে গেলে হারায় না তাল,
দেখেশুনে পার হলে বাঁচে জান-মাল।
কুয়াশাটা কেটে যেতে যত হোক দেরি,
সমস্যা ঢেকে আনে ডুবু চরে ফেরি।