সংসার দূরে ঠেলে আরাফায় চোখ,
জীবনের গোনাহ মাফে আশা এক বুক।
দুনিয়ার তাঁবেদারি সব ছিলো ভুল,
গোনাহগুলো মুছে নিতে তাই মশগুল।
লাব্বাইক ধ্বনিতেই মুখরিত আজ,
বিধাতার মুখ পানে আরাফার সাজ।
এই দিনে দুনিয়ার নাই মায়াটান,
ভাবনায় আখিরাত মনে আনে বান।
আরাফায় জড়ো হয়ে বলে লাব্বাইকা,
সেইসাথে যোগ হয় লাব্বাইকা লাকা।
লাব্বাইকা আল্লাহুমা লাব্বাইক মুখে,
আখিরাত ভালো হবে শত আশা বুকে।
দয়ার সাগর তুমি হে করুণাময়,
পাপের বোঝা মাথায় মন জুড়ে ভয়।
লাখো মানুষের ভারে উত্তপ্ত ভূমি,
পাড়ি দেয়ার ভরসা একমাত্র তুমি।
এহরাম গায়ে পড়ে ঊর্ধ্বমুখী হাত,
জগতের মায়া ছেড়ে আজ কপোকাত।
আখিরাতে অবিশ্বাস নেই একচুল,
আল্লহু আল্লাহ তুমি মাফ করো ভুল।
চোখ বেয়ে জল পড়ে ভীরু মনে ঝড়,
সেইসাথে দুই হাত কাঁপে থরথর।
হে রাব্বুল আলামীন দয়া করো আজ,
দুনিয়া ও আখিরাতে তুমি মহারাজ।