খাড়া গায়ে গিরিপথে খাঁজ কাটা সিঁড়ি,
পায়ে হেঁটে উঠে যেতে ডাকে নীলগিরি।
মেঘমালা ছুটে আসে
জুড়ে বসে পাতা ঘাসে
ফোঁটা ফোঁটা নিঃশ্বাসে পড়ে ঝিরিঝিরি।

আকাশের মেঘমালা হাতে ছোঁয়া যায়,
আবেগের ঢেউ উঠে মনে দাঁড় বায়।
উড়ে আসা জলকণা
পাতা ঘাসে বনিবনা
তার আছে আরাধনা পাহাড়ের গায়।

ঘন নীল আকাশটা নিচে নেমে আসে,
গাছপালা ঘিরে রেখে জলকণা ভাসে।
আকাশের নীল চাষে
নীলগিরি মৃদু হাসে
পিপাসুরা ছুটে আসে সেই অভিলাষে।

সবুজের সমারোহে নীলাভের ছায়া,
নীলগিরি গড়ে তোলে মন জুড়ে মায়া।
অনুভবে হাল চড়ে
যার যতো মনে ধরে
চেয়ে দেখে মন ভরে বিবি- বর আয়া।

বাতাসের চাপে আর ঘাত-প্রতিঘাতে,
সাদা মেঘ ঝরে পড়ে দ্রুততার সাথে।
পাহাড়ের কাছে গিয়ে
সারা গায়ে জল দিয়ে
আকাশের ছোঁয়া নিয়ে নীল রঙ মাতে।

গিরিপথে চেয়ে আছে খাঁজ কাটা সিঁড়ি,
গায়ে এসে সাদা মেঘ পড়ে ঝিরিঝিরি।
সুখ যদি পেতে চাও
প্রিয় মুখ সাথে নাও
গিরিপথে উঠে যাও দেখো নীলগিরি।