উপকূলে বাতাসের শনশন সুর,
পাক তোলা গতি তার প্রচণ্ড জোর।
আকাশটা ফাঁকা নেই বৃষ্টিতে কানা,
ভয়ংকর ঘুর্ণিতে আছড়াবে দানা।

আকাশের কালো মেঘে বৃষ্টির ধাওয়া,
সেইসাথে শুরু হলো আগাম হাওয়া।
কূল ঘেঁষা ঢেউ তোলে অবিরাম নাচে,
ঘূর্ণিঝড় এখনো উপকূলে আছে।

ঝড়ো হাওয়ার আজ অবিনাশী রূপ,
তীরবাসী দূর থেকে ভাব দেখে চুপ।
দানা বেশি দূরে নেই আছে কাছাকাছি,
ক্ষয়ক্ষতি যাই হোক আগে প্রাণে বাঁচি।

কখন জলোচ্ছ্বাস উঠে আসে তীরে,
মন জুড়ে সেই ভয় উপকূল ঘিরে।
বাতাসের গতি আর বাঁক তোলা পাকে,
জলসহ বাঁক তোলে উত্তাল ডাকে।

জলোচ্ছ্বাসের টান যতোদূর যায়,
ধ্বংসস্তুপ করে দেয় সেই দিকটায়।
উত্তাল উপকূলে উঠে গেলো বান,
দানার প্রভাব শুরু হও সাবধান।

সাগরের কূল ঘেঁষা অশান্ত জল,
কাজ ঘিরে আজ নাই তীরে কোলাহল।
অন্ধকার ছেয়ে আছে আকাশটা কালো।
জান মালে ক্ষয়ক্ষতি না হলেই ভালো।