শোভাময় বীথি আর ধান নদী খাল,
যার সেই ঐতিহ্য সে যে বরিশাল।
গাছে গাছে পাখি গায় খাল ভরা জল,
পাকা ধানে মন ভরে করে বিহ্বল।

খাল পাড়ে বেল আর পেয়ারা বাগান,
মনে থাকা সব সাধ করে অবসান।
বাড়ি বাড়ি সুপারির যতো গাছ আছে,
ফলনটা আরো বেশি আমড়ার গাছে।

শরতে পাওয়া যায় গাছ পাকা তাল,
বৈঠা হাতে খালে গিয়ে নায়ে তুলে মাল।
খোলা তরী বেয়ে চলে ভাসমান হাটে,
ঝাঁক দেয়া মালামাল যায় এক ঘাটে।

স্বাদের বাদামি আর  সুগন্ধি লেবু,
স্বজনেরা খেয়ে বলে কিছু বাড়ি নেবো।
ছুটে গিয়ে যেই খায় বরিশালের পান
মজা সুপারির স্বাদে গায় গুণগান।

ইরি চালের বিখ্যাত মুড়ি চানাচুর,
সেইসাথে মন ভরে খেজুরের গুড়।
তাক লাগা স্বাদ আনে তিলে ঠাঁসা খাজা,
খেতে বসে পাতে তুলে তাজা মাছ ভাজা।

নবান্নে চোখে পড়ে রান্নাঘরে ভীড়,
সারি বেঁধে বসে খায় পিঠা পুলি ক্ষীর।
প্রকৃতির রণসাজে ধান নদী খাল,
আনন্দ যদি চাও যাও বরিশাল।