চুপিচুপি চলে এসো ভুলে অভিমান,
ভাবনায় মন জুড়ে উঠে গেলো বান।
পেটে দিলে পিঠে সয়
দূরে গেলে আছে ভয়
ভালোবাসা বৃথা নয় বিধাতার দান।
সাজ নিয়ে অপেক্ষা সুধামন দোলে,
সারাদিন বাঁধা আছে লালফিতা চুলে।
ঘুরে এলো শুভক্ষণ
কেনো তবে অনশন
ভালোবাসা চায় মন অভিমান ভুলে।
মনে থাকা স্বপ্নটা নিয়ে যাও দূরে,
হাতের মুঠোয় দেখো পৃথিবীটা ঘুরে।
লাল রবি উঠে যায়
রোদ মাখে দুনিয়ায়
ধীরে ধীরে কমে যায় যতো লাল ভোরে।
যার মনে নবপ্রেম করে আনাগোনা,
প্রেম ছাড়া বাকি সব করে তুলোধুনা
সবকিছু বুঝে যায়
ঘাড়ে তুলে নেয় দায়
ভালোবেসে খুঁজে পায় খুব খাঁটি সোনা।
মন ভরা কথাগুলো বলে দিতে চাই,
এটা নিয়ে দ্বিধাবোধ আজ আর নাই।
সব বাঁধা ভেঙেচুরে
মন আজ ফুরফুরে
কাছে এসো এক সুরে সেই গান গাই।
জীবনের কিছু ভুল মেনে নিয়ে চলো,
কেনো এতো অভিমান এমন কি হলো?
সময়টা গেলো ভেসে
এতো রাগ কেনো ঘেঁষে
চুপিচুপি কাছে এসে কানে কানে বলো।