গাছপালা নদী নালা ঘেরা চারিপাশ,
ছয় ঋতু জয় করে চলে বারোমাস।
মা-মাটির এই দেশ দেখে ফুটে হাসি,
যত দেখি দেশটাকে তত ভালোবাসি।

বাংলার কোল জুড়ে বেলি জবা জুঁই,
আলু আর লাল শাক কচু মূলা পুঁই।
আরো যতো শাক আছে পুষ্টিতে ভরা,
বাহারি ফুলের সারি নিজ হাতে গড়া।

রোদ তাপে ফল পাকে টানটান রবি,
শাপলার ফুলে আঁকে মনে জলছবি।
ঋতু ভেদে গাছে ধরে ফুল থেকে ফল,
পাকা ফল হাতে নিতে বাড়ে কোলাহল।

কচি পাতা কচি লাউ সাথে তিত পুঁটি,
সেইসাথে খেয়ে স্বাদ মজাদার রুটি।
লিচু কলা আম জাম কাঁঠালের স্বাদ,
বাংলার কোলে থেকে যায় নাতো বাদ।

মিঠা জলে বেশি তাজা পুকুরের মাছ,
সেইসাথে ফলে ভরা কতো ফল গাছ।
বিচিত্র গাছপালা দুই চোখে ভাসে,
আনমনে মেঠোসুর বের হয়ে আসে।

রাঁধুনিরা পাতে দেয় দুধ দই ছানা,
রূপালী চাঁদের আলো রাতে দেয় হানা।
সুখটান মনে উঠে সুর তুলে নাচে,
এমন মধুর দেশ কোথাও কি আছে?

প্রীতিময় বোধ জাগে মন ভরে গানে,
সামাজিক রীতিনীতি সকলেই মানে।
কতো সুখ পায় মন সব ঋতু ঘেঁষে।
মনে ফুল ফুটে উঠে ঋতুময় দেশে।