ভয়ার্ত শিশুদের ছলছল আঁখি,
মা বাবার লাশ দেখে কী দেখার বাকি।
অজানা এ আতঙ্কে ঘুরপাক খায়,
জানা নাই কখন যে সেও মরে যায়।
হায় হায় ফিলিস্তিন এই তোর হাল,
পাশাপাশি প্রতিবেশী নেই দেখভাল।
মিসাইল ছুটে আসে কেয়ামত লাগে,
প্রতিবেশী দেশগুলো তবু নাহি জাগে।
জগতের মানবতা সব বুঝি শেষ,
চোখ মেলে চেয়ে দেখে বলে বেশ বেশ।
সাবলীল প্রতিবেশী প্রতিরোধ নাই,
মনে রেখে বাতুলতা বলে ভাই ভাই।
আধুনিক পৃথিবীটা ধ্বংসের মুখে,
ঝাঁকে ঝাঁকে অকারণে মিসাইল ঢুকে।
রোষানলে ইউক্রেন হলো চুরমার,
মানবতা লাটে তুলে দায় আছে কার?
দুনিয়াটা দায়হীন মানুষের ভারে,
ক্ষমতার মোহে পড়ে ধরে আর মারে।
সবলের মিছে বুলি দুর্বলের ঘুষ,
অকারণে ঘুঘু চরে তবু নাই হুশ।
জাগো মানব সমাজ প্রতিরোধ গড়ো,
বাঁচতে হলে জীবনে সমঝোতা করো।
অন্যায়ের শিকার যে তার কাছে যাও,
জোট বেঁধে অন্যায়ের প্রতিশোধ নাও।
যুদ্ধ যুদ্ধ খেলা কবে হবে শেষ,
অকারণে মারামারি হবে নিঃশেষ।
পরশ পাথর হবে সব প্রতিবেশী,
নবজাগরণ তুলো ভুলে ভিনদেশী।
জাগরণ গড়ে তুলো লাগে যতবার,
বিবেকের তাড়নায় করো সুবিচার।
তাড়া করে ভুলে যাও সাহেব না বিবি,
সবে মিলে গড়ে তুলি নতুন পৃথিবী।