আম্র মুকুল আজ চৈতালি টানে,
ফুলগুলো ঝরে যায় সামান্য বানে।
কী যে হবে বুঝা দায় মেঘমালা উড়ে,
কালো মেঘ ছেয়ে আছে দিগন্ত জুড়ে।

ঘন সাজে আকাশটা যতটুকু কালো,
শীলা বৃষ্টির ছোঁয়া না পেলেই ভালো।
মৌসুমি বায়ু আজ বাংলার কোলে
দিগন্তে ঘনকালো মেঘমালা দোলে।

কড়া রঙ ধরা আজ মুকুলের গায়,
ঘর থেকে বের হলে মন ভরে যায়।
ফুল আর পাপড়িতে ভরে উঠা বন,
মন খুলে প্রজাপতি করে বিচরণ।

আকাশের গায়ে আজ বৈশাখী সাজ,
আম চাষী অপেক্ষায় ঘুম নেই আজ।
বাগানের আলোছায়া মিটমিট করে,
আম্রমুকুলগুলো এই বুঝি ঝরে।

ঋতুরাজ ধরে সাজ শোভাময় বীথি,
মূল সাজে বাংলার বসন্ত রীতি।
আকাশের কোল জুড়ে মেঘমালা নাচে,
ঘুরঘুর আওয়াজে আশঙ্কা আছে।

মুকুলের ঘ্রাণ পেয়ে মনে উঠে সুর,
ভাবনায় দোল খায় বাসন্তী ঘোর।
মন জুড়ে গুন-গুন একটাই গান,
এই দিনে কিছুতেই চাই নাতো বান।