নীল জলে জোছনায় আঁকে জলছবি,
বিদায় জানায় তাকে ভোরে এসে রবি।
জলছবি কেটে গিয়ে গাঢ় হয় নীল,
রবির ঝিলিক এসে করে স্থিতিশীল।
চাঁদ রাতে মন ভরে সাগরের কূল,
নীল জলে ফুটে উঠে জোছনার ফুল।
ঢেউ খেলা নীল জল দেখি যতোদূর,
জোছনার মায়াটানে সীমাহীন ঘোর।
ফেনার নিচেই থাকে আঁধারের ছোঁয়া,
দূর থেকে মনে হয় ফেনা নয় ধোঁয়া।
ঘন নীল জল দেখে নেচে উঠে মন,
রাতে এসে তীরে বসে লাগে শিহরণ।
চাঁদ রাতে জলছবি করে ঝিলমিল,
সাগরের নীল জল আরো হয় নীল।
নীল জলে খাড়া হয়ে ঢেউগুলো হাসে,
উপকূলে ছুটে এসে ফেনা হয়ে ভাসে।
সাগরের বুকে যেনো চাঁদ নেমে আসে,
নীল জলে ঘননীল আকাশটা ভাসে।
তীর ঘেঁষা বালুচরে কূল ঘেঁষা জল,
আকাশের নিচে যেনো নীল সমতল।
আনমনে সুর উঠে মন ভরে গানে,
কূলে এসে বুঝা যায় জীবনের মানে।
সাগরের কূল ঘেঁষে চাঁদ রাতে যাও,
হৃদয়টা মেপে দেখো কত মজা পাও।