গাছপালা ডেকে বলে কিছু জল চাই,
হাহুতাশি ভাবনার অবকাশ নাই।
ফোঁটা ফোঁটা বৃষ্টিটা এই বুঝি আসে,
চেয়ে আছে ফুল পাতা যার অভিলাষে।

সন্ধ্যা নামার আগে ঘন-কালো মেঘ,
সেইসাথে বাতাসের রূঢ় গতিবেগ।
ফাগুনের গায়ে নামে ফোঁটা ফোঁটা জল,
থেমে থেমে আসে নাই পড়ে অবিরল।

আম্রকাননে আজ ফাগুনের গান,
মুকুলের উঁকিঝুকি তুলে কলতান।
ঝরাপাতা নিচে পড়ে মিটে সব ভুল,
ফোঁটা ফোঁটা জল পায় আম্র মুকুল।

গাছপালা মৃদু হেসে বলে উঠে ভাই,
আমি দেবো ফুল ফল আরো জল চাই।
মেঘ বলে থামো থামো এই নাও জল,
গাছ ভরে ফুল দাও সেইসাথে ফল।

বাসন্তী ফল খেয়ে যতো গুণ গাই,
ফাগুনের চাহনিতে কোনো দোষ নাই।
কালো মেঘ টানা জল যতটুকু দিলো,
হিম হিম বৃষ্টিটা দরকার ছিলো।

থেমে গেলো মধুকর কিছুটা সময়,
বাতাসের তাড়া খেয়ে তার নেই ভয়।
জল পেয়ে ফুলগুলো হয় তরতাজা,
মধুকর হয়ে উঠে ফুলবনে রাজা।

বাংলার কোল জুড়ে ফুলগুলো হাসে,
ফোঁটা ফোঁটা জল পড়ে ফুল আর ঘাসে।
ঘন নীল আসমান ছিলো যতদূর,
বৃষ্টির জল পড়ে কেটে গেলো ঘোর।